Chanar Pithe Recipe in bengali (ছানার পিঠে রেসিপি)
Chanar Pithe Recipe (ছানার পিঠে রেসিপি)
ছানার পিঠে উপকরণ :-জল ছাড়া ছানা ৫০০ গ্রাম ,
ময়দা ১০০ গ্রাম
খোয়াক্ষীর ২৫০ গ্রাম
ছোট এলাচ ,ঘি ,চিনি ,সুগন্ধ পাটালি পরিমান মতন ।
Chanar Pithe Recipe (ছানার পিঠে রেসিপি) |
প্রণালী :- খোয়াক্ষীর ছোট এলাচ চের গুঁড়ো ও পাটালি দিয়ে মেখে পুর তৈরি করে নিতে হবে
তারপর ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে নিয়ে গোল বাটির আকারে তৈরি করে
ক্ষীরের পুর ভোরে মুখগুলো মুড়ে ঘিয়ে ভেজে নিতে হবে । এরপর চিনির রসে ফেলে
দিতে হবে । কিছুক্ষণ পরে তুলে নিয়ে সার্ভ করুন । শীতে এই ছানার পিঠে খেতে
খুবই ভালো লাগবে আর খুবেই অল্প সময়ে তৈরি করে ফেলুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন