Gokul Pithe recipe in Bengali (গোকুল পিঠে রেসিপি )
Gokul Pithe recipe in Bengali (গোকুল পিঠে রেসিপি )
গোকুল পিঠে উপকরণ :-
- খোয়াক্ষীর ৪০০ গ্রাম ,
- দুধ ১/২ কাপ ,
- ময়দা ৫০ গ্রাম,
- নারকেল ১ টা ,
- গুড় ২০০ গ্রাম,
- চিনি ৩০০ গ্রাম,
- ঘি ২০০ গ্রাম ,
- ছোট এলাচ ২ টি ।
Gokul Pithe recipe in Bengali (গোকুল পিঠে রেসিপি ) |
প্রণালী :- নারকেল কুরে নিয়ে গুড় দিয়ে ভালো করে পাক দিয়ে পুর তৈরি করে নিতে হবে ।
ময়দা ঘিয়ের মায়ান দিয়ে দুধ মিশিয়ে গোলা তৈরি করে নিতে হবে ।
খোয়াক্ষীরকে অল্প দুধ ও এলাচ দিয়ে মেখে ছোট ছোট লেচি গড়ে নিতে হবে ।
লেচির ভিতরে নারকেলের পুর দিয়ে পিঠের আকারের গড়ে নিয়ে ঘিয়ের দিয়ে
ভাজতে হবে । চিনির ঘন রস তৈরি করে রসের ভিতর ভাজা পিঠে ফেলে ডুবিয়ে
৪-৫ ঘন্টা বাদে পরিবশেন করুন । এই শীতের খুবেই মজার খেতে লাগবে গোকুল
পিঠে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন