লিচুর পায়েস রেসিপি (Lichur Payes)
লিচুর পায়েস রেসিপি (Lichur Payes)
লিচুর পায়েসের উপকরণ
লিচু ৩০০ গ্রাম (খোসা ছাড়োনা ও বীজ বের করা )
সুজি ১০০ গ্রাম
দুধ ১ লিটার
চিনি ৩০০ গ্রাম
কিসমিস ১০-১২ টি
গরম মশলা
আন্দাজ মতন ।
লিচুর পায়েস রেসিপি (Lichur Payes) |
লিচুর পায়েসের প্রণালী :-
দুধ আগুণে গরম করে তার মধ্যে সুজি দিয়ে ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ঢেলা পাকিয়ে না যায় এর পরে তার মধ্যে লিচু দিয়ে আস্থে -আস্থে নাড়তে হবে এর পর চিনি ও কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এর পরে গরম মশলা দিয়ে নাবিয়ে নিতে হবে তার পর ঠান্ডা করে পরিবেশন করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন