Nabaratna Payesh Recipe In Bengali (নবরত্ন পায়েস)
Nabaratna Payesh Recipe In Bengali (নবরত্ন পায়েস):
নবরত্ন পায়েসের উপকরণ :- দুধ ২ লিটার ,
গোবিন্দভোগের চালের গুঁড়ো ১/২ কাপ
কাজু কুচি ২ টেবিল চামুচ
পেস্তাকুচি ১/২ টেবিল চামুচ
রসগোল্লা ২ টি (ছোট টুকরো করে কাটা )
লেডিকেনি ২ টি (ছোট টুকরো করে কাটা )
কমলাভোগ ২ টি (ছোট টুকরো করে কাটা )
আঙুর ১/২ কাপ
আপেল ১ টি (ছোট টুকরো করে কাটা )
চিনি ১/২ কাপ ।
Nabaratna Payesh Recipe In Bengali (নবরত্ন পায়েস) |
নবরত্ন পায়েসের প্রণালী :- দুধ ঘন করে ফুটিয়ে চিনি মিশিয়ে দিতে হবে । তারপর চালের
গুঁড়ো মিশিয়ে নাড়তে হবে । সিদ্ধ হয়ে এলে একে একে সব
উপকরণ মিশিয়ে নাড়তে হবে । পায়েস ফুটে ঘন হলে নামিয়ে
ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে । এই ভাবে খুব অল্প সময়ে
বানিয়ে ফেলুন নবরত্ন পায়েস ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন