Chanar Jilipi Recipe In Bengali (ছানার জিলিপি রেসিপি )
Chanar Jilipi Recipe In Bengali (ছানার জিলিপি রেসিপি )
Chanar Jilipi Recipe In Bengali (ছানার জিলিপি রেসিপি )
ছানার জিলিপি রেসিপি :
উপকরণ :
- ছানা ২৫০ গ্রাম ,
- ক্ষীর ৫০০ গ্রাম ,
- এরারুট ২ চা চামচ ,
- সাদা ময়দা ৪ চা চামচ ,
- ঘি ৩০০ গ্রাম ,
- চিনি ৫০০ গ্রাম , ।
Chanar Jilipi Recipe In Bengali (ছানার জিলিপি রেসিপি ) |
প্রণালী : ছানা ,ক্ষীর ,ময়দা ও এরারুট অল্প জলে মেখে ১ ঘন্টা
ঢেকে রেখে দিন । এবার মাখা অংশ থেকে অল্প করে
নিয়ে সরু লম্বা আকৃতি করে জিলিপি মতো পেচ দিয়ে
নিন । ঘিয়ে বাদামি রং করে ভাজুন । চিনিতে দেড় কাপ
জল দিয়ে মাঝারি রস করে রেখে নিন । তারপর ঘিয়ে
গরম ভাজা জিলিপি চিনির রসে ডুবিয়ে রাখুন এরপর
অল্প আচে রস সমেত ফুটিয়ে নাবিয়ে রেখে নিন ।
পরিবেশনের সময় রস থেকে তুলে ক্ষিরের গুঁড়ো ছড়িয়ে
দেবেন ।এই ভাবে অল্প সময়ে ছানার জিলেপী বানিয়ে
ফেলুন ।
পরিবেশনের সময়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন