Mugdaler Barfi Recipe in bengali (মুগডালের বরফি রেসিপি)
Mugdaler Barfi Recipe in bengali (মুগডালের বরফি রেসিপি)
মুগডালের বরফি রেসিপি :
উপকরণ :
- মুগডাল ১০০ গ্রাম ,
- ছানা ৩০০ গ্রাম ,
- ক্ষীর ২৫০ গ্রাম ,
- ঘি ১০০ গ্রাম ,
- চিনি ৮ টেবিল চামচ ,
- কাজুবাদাম ২৫ গ্রাম ,
- কিশমিশ ২০ গ্রাম ।
Mugdaler Barfi Recipe in bengali (মুগডালের বরফি রেসিপি) |
প্রণালী :
মুগের ডাল ধুয়ে একটি পাত্রে চারঘন্টা ভিজিয়ে রাখুন । জল ঝরিয়ে
ডাল মিহি করে বেটে নিন । কড়াইতে ঘি দিয়ে বাটা মুগডাল ভেজে
নিন । মুগডাল কড়াইয়ের গা ছাড়লে এতে ছানা , ক্ষীর ও চিনি দিয়ে
নাড়তে থাকুন । বেশ মাখা মাখা হয়ে গেলে এতে কাজুবাদাম কুচিয়ে
দিন । একটা তেল মাখানো থালার উপর মিশ্রণটা ঢেলে ছড়িয়ে দিয়ে
চাপা দিয়ে রাখুন । কিছুক্ষণ পরে ঢাকা খুলে যখন দেখবেন মুগের
মিশ্রণটা শক্ত হয়ে গেছে তখন ছুরি দিয়ে বরফির মতো করে কেটে
নিন । প্রতিটি বরফির মাঝখানে একটা করে কিশমিশ রেখে পরিবেশন
করুন দেখবেন খেতে একটা অদ্ভুত স্বাদ লাগবে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন