Alu Panir Kofta Recipe In Bengali / আলু -পানির কোপ্তা
Alu Panir Kofta Recipe In Bengali / আলু -পানির কোপ্তা:
উপকরণ :
- কোপ্তার জন্য পনির ৬ কাপ ,
- সিদ্ধ আলু ৩ টি ,
- ধনেপাতা কুচনো ৩ টেবিল চামচ ,
- বাদামকুচনো ৩ টেবিল চামচ,
- হলুদ ১/২ চা চামচ ,
- আদাকুচনো ১ টেবিল চামচ ,
- লঙ্কাকুচনো ২-৩ টি ,
- লেবুর রস ১ চা চামচ ,
- নুন আন্দাজমথ ।
- ছোলার বেসন ১/২ কাপ ,
- ধনেগুঁড়ো ১/২ টেবিল চামচ ,
- ঠান্ডা জল ১ কাপ ,
- ঘি ১, লিটার , নুন ।
Alu Panir Kofta Recipe In Bengali / আলু -পানির কোপ্তা |
প্রণালী :
পনির ভাল করে মেখে কোপ্তার সব উপকরণ দিয়ে আরও কিসুক্ষণ
মাখুন । মাখা হলে হাতে তেল দিয়ে বল তৈরি করুন । অন্য পাত্রে
বেসন , নুন , ধনেগুঁড়ো , ঘি, ও জল দিয়ে লেই তৈরি করুন । ৪-৫ টি
করে কোপ্তা বেসনের লইতে ডুবিয়ে বাদামী রঙ করে ভেজে নিন ।
সব ভাজা হলে স্যালাড ও টম্যাটো কুচির সঙ্গে পরিবেশন করুন ।
খুব সহজে বানিয়ে ফেলুন খেতে খুবি ভাল লাগবে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন