Beler Morobba Recipe In Bengali (বেলের মোরব্বা রেসিপি )
Beler Morobba Recipe In Bengali (বেলের মোরব্বা রেসিপি )
বেলের মোরব্বা রেসিপি :
উপকরণ :
কাঁচা বেল , চিনি , এলাচের গুঁড়ো , চুনের জল ।
Beler Morobba Recipe In Bengali (বেলের মোরব্বা রেসিপি ) |
প্রণালী :
প্রথমে কচি বেল বাটি বা ধারাল ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে গোল চাকা
চাকা করে কেটে নিন । পরিষ্কার কাঠি দিয়ে ভিতরের আঠা ও বিচিগুলো
বের করে দিন । এরপর একঘন্টা চুনের জলে ভিজিয়ে রাখুন । চুনের
জল থেকে তুলে নিয়ে ভাল জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিন ।
চিনির রস করে আঁচে বসান । চিনির রস টা যখন ফুট তে থাকবে তখন
গাদ ফেলে বেলের চাকাগুলো রসের মধ্যে দিয়ে দিন । বেশ সুসিদ্ধ ও
রসটা ঘন হয়ে এলে নামিয়ে এলাচের গুঁড়ো মিশিয়ে দিন । বেলের
চাকাগুলো চিনির রসের মধ্যে যেন ডুবে থাকে । এইরকম করে বেলের
মোরব্বা খুবি অল্প সময়ে বানিয়ে ফেলুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন