Chapar Ghanta Recipe In Bengali / চাপড় ঘন্ট
Chapar Ghanta Recipe In Bengali / চাপড় ঘন্ট :
উপকরণ :
- মটর ডাল ২০০ গ্রাম,
- বেগুন কুচনো ২০০ গ্রাম ,
- পটল খোসা ছাড়িয়ে কুচনো ২০০ গ্রাম ,
- কুমড়ো খোসা ছাড়িয়ে কুচনো ২০০ গ্রাম ,
- রাঙা আলু খোসা ছাড়িয়ে কুচনো ২০০ গ্রাম ,
- ঝিঙে খোসা ছাড়িয়ে কুচনো ২০০ গ্রাম ,
- শিম কুচনো ২০০ গ্রাম ,
- শসা খোসা ছাড়িয়ে কুচনো ২০০ গ্রাম ,
- শুকনো লঙ্কাবাটা ১ চা চামচ ,
- কাঁচালঙ্কা কুচনো ৩ টি ,
- সরষে ১ চা চামচ ,
- পাঁচফোড়ন ১ চা চামচ ,
- তেজপাতা ২ টি ,
- আদাবাটা ১/২ চা চামচ ,
- ঘি ১ চা চামচ ,
- গরমমশলা গুঁড়ো ১/২ চা চামচ ,
- নুন ও তেল আন্দাজমত ।
Chapar Ghanta Recipe In Bengali / চাপড় ঘন্ট |
প্রণালী :
মটর ডাল একরাত্রি জলে ভিজিয়ে আধবাটা করে বেটে নিন । ডাল
বাটায় নুন ও লঙ্কাবাটা মিশিয়ে ভেজে নিন । ডেকচিতে তেল দিয়ে
সরষে , পাঁচফোড়ন ভেজে তেজপাতা ,কাঁচালঙ্কা ,গরমমশলা দিয়ে সব
সবজি দিন । নেড়েচেড়ে ভেজে ঢাকা দিয়ে রাখুন । প্রয়োজনে অল্প
জল দিন । সবজি সিদ্ধ হয়ে জল শুকিয়ে এলে ডালভাজা দিন ।আদাবাটা
দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিন । ঘি মিশিয়ে নামান । এরপর গরম গরম
ভাত ও রুটির সাথে পরিবেশন করুন খেতে খুবই ভাল লাগবে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন