Dimer Kalia Recipe In Bengali ( ডিমের কালিয়া রেসিপি )
Dimer Kalia Recipe In Bengali ( ডিমের কালিয়া রেসিপি )
ডিমের কালিয়া রেসিপি :
উপকরণ :
- পেঁয়াজকলি ২৫০ গ্রাম (কুঁচানো )
- ডিম্ ৩ টি ,
- কাঁচালঙ্কা ২ টো (কুঁচানো ),
- ধনেপাতা এক আঁটি (কুঁচানো ),
- আলু ১ টা (সরু করে কাটা ),
- বড় পেঁয়াজ ২ টো (বাটা),
- রসুন ২ কোয়া ,
- আদা ১ ইঞ্চি বাটা ,
- লঙ্কা বাটা অল্প ,
- বড় টোম্যাটো ১ টা ,
- বাদামতেল ও চিনি আন্দাজমতো ।
Dimer Kalia Recipe In Bengali ( ডিমের কালিয়া রেসিপি ) |
প্রণালী :
ডিম্ ফেটিয়ে তাতে পেঁয়াজকলি , আলু , ধনেপাতা , লঙ্কা দিয়ে মেখে নিন ।
কড়াইতে তেল গরম করে নিয়ে ভাজুন । ভাজা বড়া তুলে ওই তেলেই আরো
একটু তেল ঢালুন । বাটা মশলা ,নুন , হলুদ ও চিনি দিয়ে কষুন । ভালোভাবে
কষা হলে বড়াগুলো ছেড়ে আন্দাজমতো জল দিন । জল শুকিয়ে গা মাখা
হলে নামিয়ে টমেটো কুঁচি ছড়ান । গরম থাকতেই ভাতের সঙ্গে পরিবেশন
করুন ডিমের কালিয়া ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন