Khasta Kachori Recipe In Bengali / খাস্তা কচুরী
Khasta Kachori Recipe In Bengali / খাস্তা কচুরী :
উপকরণ :
- ১০০ গ্রাম কলাই -এর ডাল ,
- ২৫০ গ্রাম ময়দা ,
- খাবার সোডা ,
- হিং ,মৌরি গুঁড়ো ,
- লঙ্কাগুঁড়ো ,গরম মশলা গুঁড়ো ,
- গোলমরিচ গুঁড়ো ,চিনি ,হিং আন্দাজমত নুন ।
Khasta Kachori Recipe In Bengali / খাস্তা কচুরী |
প্রণালী :
কালাই এর ডাল ৮-৯ ঘণ্টা ভিজিয়ে বেটে নিন ।ময়দার মধ্যে নুন খাবার
সোডা মিশিয়ে ভালো করে চেলে ঘি , বনস্পতি সহযোগে ভালোভাবে মেখে
নিন । কলাই -এর ডাল , গুঁড়ো মশলা ,হিং,লঙ্কা দিয়ে নেড়ে পুর তৈরী করুন ।
মাখা ময়দার লেচি তৈরি করে ,তার মধ্যে ডাল পুর ভরে বেলে কড়া করে
ভেজে নিয়ে গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করুন খাস্তা কচুরী ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন