Vegetable Biryani Recipe In Bengali / ভেজিটেবল বিরিয়ানী
Vegetable Biryani Recipe In Bengali / ভেজিটেবল বিরিয়ানী
ভেজিটেবল বিরিয়ানী :
উপকরণ :
- বাসমতি কিংবা দেরাদুন চাল ১ কেজি ,
- বিন ২০০ গ্রাম ,
- গাজর ২৫০ গ্রাম ,
- আলু ৩০০ গ্রাম ,
- ফুলকপি ১ টি ,
- আদা -রসুন বাটা ৫০ গ্রাম ,
- গরম মশলার গুঁড়ো ১০ গ্রাম ,
- ৫ গ্রাম হলুদ ,
- ৪ গ্রাম জৈত্রি ,
- জায়ফল ও ছোট ছোট এলাচ গুঁড়ো ১০০ গ্রাম ,
- কাজুবাদাম বাটা ১০০ গ্রাম ,
- ছানা ২০০ গ্রাম ,
- লাল লঙ্কাবাটা ২০ গ্রাম ,
- ধনেপাতা ১ আঁটি ,
- জাফরান ১ গ্রাম ,
- খাঁটি ঘি ২৫০ গ্রাম ।
Vegetable Biryani Recipe In Bengali / ভেজিটেবল বিরিয়ানী |
প্রণালী :
চাল আধ ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন , সামান্য তেল গরম
করে জাফরান ছাড়া সমস্ত মশলা ঢেলে নাড়াচাড়া করুন ।
ফুলকপি ছোট করে কেটে নিন । তরকারির টুকরোগুলি সব
মেসান । সামান্য জল দিন । তরকারি সেদ্ধ হলে আঁচ থেকে
নামিয়ে ঠান্ডা করুন । চালের জল ঝরিয়ে ঝরঝরে ভাত রান্না
করুন । তারপর তরকারিগুলো হাত দিয়ে ধীরে ধীরে ভাতের
সঙ্গে মিশিয়ে দিন । গন্ধ, বর্ণ ও স্বাদের জন্য ওপর থেকে
জাফরান ছড়িয়ে দিন । ঢাকা দিয়ে রান্না করুন । কিছুক্ষন
পর আঁচ থেকে নামিয়ে পরিবেশন করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন