Kesar Pista Icecream Recipe in Bengali ( কেশর পেস্তা আইসক্রিম )
Kesar Pista Icecream Recipe in Bengali ( কেশর পেস্তা আইসক্রিম )
কেশর পেস্তা আইসক্রিম :
উপকরণ :
- দুধ ১/২ লিটার ,
- ফ্রেশ ক্রিম ১ কাপ ,
- এরারুট ২ চা চামচ ,
- জি এম এস ২ চা চামচ ,
- সি এম সি ১/২ চা চামচ ,
- পেস্তা ২৫ গ্রাম ,
- কেশর অল্প ,
- চিনি ১৫০ গ্রাম ।
Kesar Pista Icecream Recipe in Bengali ( কেশর পেস্তা আইসক্রিম ) |
প্রণালী :
অর্ধক পেস্তা ভাল করে ধুয়ে বেটে নিন । বাকি অর্ধক কুচিয়ে রাখুন ।
আধ কাপ জলে কেশর ভিজিয়ে দিন । ডেকচিতে দুধ , চিনি নিয়ে আঁচে
বসান । ফুটে উঠলে জি এম এস এবং সি এম সি দিন । এরারুট জলে
গুলে দিয়ে দিন । নাড়তে থাকুন । ফুটে উঠলে নামিয়ে নিন । ঠান্ডা হলে
মিক্সিতে দিয়ে ফেটান । সঙ্গে পেস্তা বাটা দিন । ফ্রেশ ক্রিম এবং কেশর
জল দিন । আগে থেকে ঠান্ডা করা বাস্কে ঢেলে ২ ঘন্টা ডিপ ফ্রীজে জমতে
দিন । দুই ঘন্টা পর ফ্রীজ থেকে বার করে টুকরো করে পুনরায় মিক্সিতে
ভাল করে ফেটান । আবার খোল বা বস্কে ভরে এক ঘন্টা জমতে দিন ।
উপরে পেস্তার কুচি ছড়িয়ে আরও ৪৫ মিনিট রাখুন । জমে গেলে
পরিবেশন করুন কেশর পেস্তা দিয়ে তৈরি আইসক্রিম ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন