Mangsher Ghugni Recipe In Bengali (মাংসের ঘুগনি)
Mangsher Ghugni Recipe In Bengali (মাংসের ঘুগনি)
মাংসের ঘুগনি :
উপকরণ :
- কিমা ২০০ গ্রাম ,
- মোটর ২৫০ গ্রাম ,
- পেঁয়াজ ৬ টি ,
- আলু ২ টি , টম্যাটো ২ টি ,
- নারকেল কুচনো ২ কাপ ,
- রসুন ৬ কোয়া ,
- আদা বাটা ২ চামচ ,
- ধনেগুঁড়ো ১ চামচ ,
- জিরে গুঁড়ো ১ চামচ ,
- হলুদ আধ চামচ ,
- তেল , চিনি ও নুন স্বাদমতো ।
Mangsher Ghugni Recipe In Bengali (মাংসের ঘুগনি) |
প্রণালী :
ভেজানো মটর সেদ্ধ করে নিন । আলু গোল গোল করে কেটে নিন ।
নারকেল কুচানো নিন । টম্যাটো চটকেনিন । অর্ধেক পেঁয়াজ বেটে নিন ।
করাই আঁচে বসিয়ে তেল দিন তেল গরম হলে কিমা দিয়ে হলুদ ,লঙ্কা ,
জিরে ,ধনে , রসুন , আদাবাটা , পেঁয়াজ দিয়ে ভাল করে কষুন । জল দিন
জল শুকিয়ে এলে নামিয়ে রাখুন । নারকেল ও আলু ভেজে নিন ।কড়াই
তেল দিয়ে গরম করুন বেশ করে কষুন বাটা মশলা দিয়ে । এবার সেদ্ধ করা
মটর দিন । চটকানো টম্যাটো ও কিমা ঢেলে দিন পরে , মিষ্টি ও নুন দিন ।
এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলুন ঝোল ঘন হয়ে এলে । তারপর
পরিবেশন করে করে দিন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন