Pui Shak Diye Chingri mach Recipe In Bengali
Pui Shak Diye Chingri mach Recipe In Bengali
পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ :
উপকরণ :
- আলু ১০০ গ্রাম ,
- কুমড়ো ১০০ গ্রাম ,
- বেগুন ১ টি ,
- পটল ১০০ গ্রাম ,
- ঝিঙে ১০০ গ্রাম ,
- মুলো ১০০ গ্রাম ,
- পুঁইডাঁটা ৫০০ গ্রাম ,
- কুচো চিংড়ি ৩০০ গ্রাম ,
- হলুদ ১ চামচ ,
- কাঁচালঙ্কা ৫ টি ,
- পাঁচফোড়ন আধ চামচ ,
- লঙ্কাগুঁড়ো ১ চামচ ,
- নুন , চিনি , সরষের তেল আন্দাজমতো ।
Pui Shak Diye Chingri mach Recipe In Bengali |
প্রণালী :
মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখুন । সরষে ও জিরে বাটা নিন ।
তরকারিগুলো চর্চরি মতো কেটে নুন , চিনি , হলুদ ,সরষেবাটা ও জিরেবাটা দিয়ে
সেদ্ধ করুন জল দেবেন না । কাঁচালঙ্কা ও জিরে দেবেন । যখন বেশ সেদ্ধ হবে
তরকারিগুলো নামিয়ে রাখুন । এবার একটা কড়াইতে তেল ও পাঁচফোড়ন দিয়ে
চিংড়িমাছ ছেড়ে দিন । একটু নাড়াচাড়া করে নিয়ে ওর সঙ্গে সেদ্ধ করে রাখা
তরকারি দিয়ে দিন জল শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের
সঙ্গে পরিবেশন করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন