Vanila Icecream Recipe In Bengali (ভ্যানিলা আইসক্রিম রেসিপি)
Vanila Icecream Recipe In Bengali (ভ্যানিলা আইসক্রিম রেসিপি)
ভ্যানিলা আইসক্রিম রেসিপি :
উপকরণ :
- মিল্ক পাউডার ১০ টেবিল চামচ ,
- চিনি ১০ টেবিল চামচ ,
- টাটকা ঘন ক্রিম ২ কাপ ,
- এরারুট ৪ চা চামচ ,
- ভ্যানিলা এসেন্স কয়েকফোঁটা ,
- জল ১ লিটার ,
- জি এম এস ও সি এম সি , ২ চামচ করে ।
ভ্যানিলা আইসক্রিম রেসিপি |
প্রণালী :
জলে মিল্ক পাউডার দিয়ে মিক্সিতে বেশ করে গুলে নিয়ে দুধ ফুট তে দিন ।
জি এম এস , সি এম সি এরারুট ও চিনি মিশিয়ে রেখে দুধ ফুটে উঠলে তাতে
দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন । ঘন করে নামিয়ে দুধ ঠান্ডা করে ক্রিম যায় এসেন্স
মিশিয়ে আবার মিক্সিতে ফেটিয়ে নিন । ফ্রীজ একঘন্টা আগে থেকে রেগুলেটার
মাক্সিমামে রেখে ঠান্ডা করে নিন । আইসক্রিম পাত্রে ঢেলে সেই পাত্রটি ডিপ
ফ্রীজে ঢুকিয়ে রাখুন । ঘন্টা দুয়েক পর বার করে কুচিয়ে কেটে নিয়ে আবার
মিক্সিতে ফেটিয়ে নিন । ঠাণ্ডা কৌটোয় রেখে ডিপ ফ্রীজে আর ও ঘন্টা দেড়েক
জমিয়ে পরিবেশন করুন । খুবই সহজে ঘরে বানিয়ে এই ভ্যানিলা আইসক্রিম
গরমে খান ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন