Chicken Malaikari Recipe In Bengali

Chicken Malaikari Recipe In Bengali

চিকেন  মালাইকারি  

উপকরণ :

মুরগি  মাংস  ১ কেজি , সাদা  তেল  ২০০ গ্রাম , চিনি  ১০০ গ্রাম ,

নুন  আন্দাজমতো , টক  দই  ১৫০ গ্রাম, আদাবাটা  ৫০ গ্রাম ,পেঁয়াজ 

ও   রসুন  ১৫০ গ্রাম  থেকে  ২০০ গ্রাম , গরম মশলা  ৫ গ্রাম , জিরে 

২০ গ্রাম , শুকনোলঙ্কা  ৫-৬ টা ,  নারকেল  অর্ধেকটা  ।

Chicken Malaikari Recipe In Bengali


প্রণালী :

মুরগি  মাংস  সেদ্ধ  করে , অল্প  জল  থাকতে  নামিয়ে  দিন  ।কড়াই  আঁচে  

চাপিয়ে  তেল  দিন । গরম হলে  পেঁয়াজ , রসুনবাটা  ও  চিনি  দিয়ে  লালচে 

করে  ভেজে  নিন  । সেদ্ধ  করা  মুরগি , আদা  ও  নুন  এর  মধ্যে  দিয়ে  পাঁচ 

মিনিট  কষে , মুরগি  সেদ্ধ  জলটা  ঢেলে  দিন  । ফুটে  উঠলে  নারকোলের  

দুধ  ও  দই  একসঙ্গে  মিশিয়ে  কড়াইয়ে  ঢেলে  দিন  । উপরে  জিরে , গরম মশলা 

ও  ভাজা  লঙ্কা  একসঙ্গে বেটে  ছড়িয়ে  দিয়ে  নামিয়ে  গরম গরম  পরিবেশন 

করুন  । এইভাবে  বাড়িতে  খুবই  অল্প  সময়ে  তৈরী  করে  নিন  মুরগির 

মালাইকারি  ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Tasty mangsho madrasi kabab recipe in bengali

Restaurant Style Mutton do pyaza recipe By Sonar Bangla Rannaghar in bengali language

Special panir pakora bengali recipe in bengali language