Golda Chingri Malaikari Recipe In Bengali
Golda Chingri Malaikari Recipe In Bengali (চিংড়ি মালাইকারি )
চিংড়ি মালাইকারি
উপকরণ :
নারকেল মিহি করে কুড়িয়ে চার টেবিল চামচ মতন নিয়ে নিতে হবে ,
দুধ ১ কাপ , পোস্তদানা ২ চা চামচ , আদা -রসুন বাটা ২ চা চামচ , পেঁয়াজ
কুচনো ২০০ গ্রাম , হলুদ গুঁড়ো ১/২ চা চামচ , মরিচগুঁড়ো ১ চা চামচ , নুন ,
ঘি , সয়াবিন তেল পরিমানমত , গলদা চিংড়ি ৮ টি ।
Golda Chingri Malaikari Recipe In Bengali (চিংড়ি মালাইকারি ) |
প্রণালী :
চিংড়িগুলো ধুয়ে নুন মাখিয়ে , তেলে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে ।
এবার তেলের মধ্যে হলুদ , মরিচ গুঁড়ো , পোস্তদানা , আদা -রসুন বাটা , ঘি ,
নারকেল কোৱা , পেঁয়াজ দিয়ে ভাল করে কষে দুধ মিশিয়ে নিতে হবে ।অল্প
জল দিয়ে চিংড়িগুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে । মাখা মাখা হলে নামিয়ে
গরম গরম পরিবেশন করুন । এই রকম করে চিংড়ি মালাইকারি খুবই সহজে
বানিয়ে ফেলুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন