Ilish Curry recipe In Bengali (ইলিশ মাছের কারি )
Ilish Curry recipe In Bengali (ইলিশ মাছের কারি )
ইলিশ মাছের কারি :
উপকরণ :
ইলিশ ৩০০ গ্রাম , কাশ্মীরি লঙ্কা ৮ টি (বীজ বাদ দিয়ে ) হলুদ সিকি চামচ , আস্ত
ধনে ১ বড় চামচ , তেতুল ১ টা , শুকনো আমের টুকরো ১ টা , নুন আন্দাজমত ,
নারকোল আধ টা (কুরানো ) ।
Ilish Curry recipe In Bengali (ইলিশ মাছের কারি ) |
প্রণালী :
ইলিশ মাছের টুকরোগুলো নুন , হলুদ দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিন । কাশ্মীরি
লঙ্কা , হলুদ , ধনে , নারকেল কোৱা এক সঙ্গে বেটে নিন । উনুনে কড়াই চাপিয়ে বাটা
মশলার মিশ্রণ দিয়ে দিন (তেলে দেবেন না ) অল্প একটু জল দিয়ে মশলা কষে নিন ।
এবার কষা মসলায় তেঁতুল দিন । বেশি করে জল দিয়ে ঝোল করে নিন । শুকনো
আমের টুকরো দিয়ে দিন এবং ঝোল ফুটলে মাছ ছেড়ে দিন । আচ কমিয়ে রেখে দিন ।
মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিন । এই রান্না করতে
তেলের দরকার হয় না অথচ দারুন সুস্বাদু । ভাতের সাথে পরিবেশন করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন