Macher Do Pyaza Recipe In Bengali (মাছের দো পেয়াজা)
Macher Do Pyaza Recipe In Bengali (মাছের দো পেয়াজা)
মাছের দো পেয়াজা :
উপকরণ :
রুই বা যে কোন বড় মাছ ১কেজি , সরু সরু করে কাটা পেঁয়াজ , ১\২ কাপ হলুদবাটা
১\২ চা চামচ , মরিচগুঁড়ো ১ চা চামচ , ধনেবাটা ২ চা চামচ , জিরেবাটা ১ চা চামচ ,পেয়াজবাটা
২ টি টেবিল চামচ , তেল ১\৪ কাপ , নুন ১ চা চামচ , গোল মরিচ ৩-৪টি ধনেপাতা কুঁচি ২ টেবিল
চামচ । ২ টেবিল চামচ , তেল ১\৪ কাপ, নুন ১ চা চামচ , গোল মরিচ ৩-৪টি ধনেপাতা কুঁচি
২ টেবিল চামচ ।
Macher Do Pyaza Recipe In Bengali (মাছের দো পেয়াজা) |
প্রণালী :
মাছ কেটে ধুয়ে সামান্য নুন তেল মাখিয়ে হালকা বাদামী করে ভেজে নিন এরপর
একটি পাত্রে তেল দিয়ে কাটা পেঁয়াজ বাদামী করে ভেজে সব মশলা দিয়ে ভাল করে
কষে নিন । গন্ধ বের হলে আধকাপ জল দিয়ে ভাজা মাছ গুলো ওতে ছেড়ে দিন ।
ঠিকমতো রান্না হলে উপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখা ঝোল অবস্থায় নামিয়ে রাখুন ।
এরমধ্যে ২-৩ টি পাকা টমেটো ও দিতে পারেন । আঁচ থেকে নামানোর আগে ওপরে
ধনেপাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করে দিন । খুবই অল্প সময়ে মধ্যে এই রেসিপি
বানিয়ে ফেলুন সুস্বাদু মাছের দো পেঁয়াজা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন