Macher Kofta Curry Recipe In Bengali (মাছের কোপ্তাকারি )
Macher Kofta Curry Recipe In Bengali (মাছের কোপ্তাকারি )
মাছের কোপ্তাকারি :
উপকরণ :
রুই বা ভেটকি মাছ ৫০০ গ্রাম , পেঁয়াজ কুঁচি ২০০ গ্রাম মিহি করে কুঁচানো ,
আদা ১ ইঞ্চি বাটা , কাঁচালঙ্কা ৩-৪ টি কুঁচানো , পাউরুটি ৪-৫ টি স্লাইস (দুধে
ভেজানো ), নুন স্বাদমতো , গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ , ডিম্ ২ টি । কারির
জন্য : পেয়াঁজ ৩০০ গ্রাম , আদাবাটা ১ ইঞ্চি ,, রসুনবাটা ৫-৬ কোয়া , লঙ্কা
আন্দাজমতো , নুন , স্বাদ মতো , হলুদ পরিমান মতো , তেজপাতা ২-৩টি , চিনি ,
অল্প ঘি ,অল্প গরমমসলা গুঁড়ো বা বাটা ।
Macher Kofta Curry Recipe In Bengali (মাছের কোপ্তাকারি ) |
প্রণালী :
মাছে নুন হলুদ মাখিয়ে হালকা করে তেলে ভেজে কাঁটা ছাড়িয়ে কারির জন্য
ছাড়া বাকি সব উপকরণ দিয়ে খুব মিশ্রণ করে মেখে নেবো । ছোট ছোট বলের
আকারে গড়ে রেখে নিন । কড়াইতে তেল গরম করে বলগুলো লাল করে ভেজে
তুলে নিন । ভাজা হয়ে গেল তেলে অল্প চিনি ছেড়ে দিন । মশলা গুলো দিয়ে কষে
নেবো । নুন , তেজপাতা , হলুদ ইত্যাদি দিয়ে কারির মশলা এবং ১ চা চামচ আটা
দিয়ে কষে নিয়ে সামান্য জল দিয়ে ফুটে উঠলে ভাজা কোপ্তাগুলো দিয়ে ঘি গরম
মশলা বাটা , একটু চিনি দিয়ে দিন । ফুটে উঠলে নামিয়ে রাখুন । এরপরে পরিবেশন
করে দিন । খুবই অল্প সময়ে এই রেসিপি বানিয়ে নিন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন