Bhapa Ilish recipe by sonar bangla rannaghar in bengali language
Bhapa Ilish recipe by sonar bangla rannaghar in bengali language
ভাপা ইলিশ :
উপকরণ :
ইলিশ মাছ টুকরো করা ৫০০ গ্রাম (পেটির দিক ), সরষে বাটা ৫-৬ চা চামচ , কাঁচালঙ্কা ৬-৭ টি ,
হলুদ ১\২ চা চামচ , সরষের তেল ৬ চা চামচ , নুন পরিমাণমত , টিফিন কৌটো একটি ।
Bhapa Ilish recipe by sonar bangla rannaghar in bengali language |
প্রণালী :
মাছগুলো ভাল করে ধুয়ে নিন । সরষে বাটা , নুন , হলুদ , কাঁচালঙ্কা , সরষের তেল দিয়ে মাখিয়ে
১ ঘণ্টা রেখে দিন । এরপর টিফিন কৌটায় ভরে পরিমাণমত জল দিয়ে কৌটার মুখ ভাল করে
এঁটে দিন । কৌটোটা আঁচে ভাতের হাঁড়ির মধ্যে ছেড়ে দিন । ভাত নামাবার আগে টিফিন কৌটো
বের করে রেখে নিন । এরপর গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করে দিন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন