Dahi chingri recipe by Sonar Bangla Rannaghar in bengali language
Dahi chingri recipe by Sonar Bangla Rannaghar in bengali language
দই চিংড়ি
উপকরণ :
বাগদা চিংড়ি ২৫০ গ্রাম , টকদই ৩ চা চামচ , পেঁয়াজকুচনো ১ টি , পেঁয়াজের রস ৪ টেবিল
চামচ , শুকনো লঙ্কা বাটা ১ চা চামচ , মেথি ২ চা চামচ (আধ কাপ জলে ভেজানো), দুধ ১\২
কাপ, চিজ স্প্রেড ১ চা চামচ , ধনেপাতা কুচানো ১ আটি , সরষের তেল ৬ টেবিল চামচ , নুন
স্বাদমত ।
dahi chingri recipe by Sonar Bangla Rannaghar in bengali language |
প্রণালী :
মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প টকদই ও পেঁয়াজের রস মাখিয়ে আধঘন্টা রেখে নিন ।
কড়াইতে তেল দিয়ে মাছ ভেজে তুলে নিন । ওই তেলেই পেঁয়াজ দিয়ে ভাজুন । লঙ্কাবাটা দিন
মশলা ভাজা ভাজা হলে বাকি টকদই , পেঁয়াজের রস ও মেথি ভেজানো জল ঢেলে দিন ।
অল্প ধনেপাতা কুচি ও নুন দিয়ে মাছে দিন । অল্প আঁচে রেখে চাপা দিন । জল শুকিয়ে এলে
চিজ স্প্রেড সামান্য দুধে গুলে ঢালুন । ফুটে উঠলে নামিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন