Mutton chaap recipe bengali style in bengali language
Mutton chaap recipe bengali style in bengali language
মাটন চাপ
উপকরণ :
মাটন ১ কিলো , সাদা তেল ৭৫০ মিলিগ্রাম , পেঁয়াজবাটা ৩৫০ গ্রাম , রসুনবাটা ১০০ গ্রাম,
আদাবাটা ২৫ গ্রাম , ধনে বাটা ৫০ গ্রাম , দই ৩০০ গ্রাম , গরম মশলা বাটা ১ টেবিল চামচ ,
জয়ত্রী বাটা সামান্য , জায়ফল বাটা সামান্য , লেবুর রস কয়েক ফোঁটা , নুন ও লঙ্কা স্বাদমত ।
Mutton chaap recipe bengali style in bengali language |
প্রণালী :
মাংস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন । একটা বড় অ্যালুমিনিয়াম হাড়িতে তেল ছাড়া সব
বাটা মশলা একসঙ্গে মেশান । এবার সেই মশলায় পুরো মাংসটা ভিজিয়ে রাখুন ১২ ঘন্টা ।
নন স্টিক পাত্রে বারে বারে অল্প তেলে আস্ত মাংসের টুকরো ভেজে তুলুন । সব মাংস ভাজা
হয়ে গেলে মাখা মশলাগুলি তেলের উপর ঢেলে সামান্য জলের ছিটে দিয়ে ভেজে নিন ।
ঘন হলে নামিয়ে মাংসের উপর ঢেলে লেবুর রস ছড়িয়ে গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন
করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন