Mutton seekh kabab recipe in bengali style in bengali language
Mutton seekh kabab recipe in bengali style in bengali language
মাটন শিক কাবাব
উপকরণ :
খাসির মাংস হাড় ছাড়া ৫০০ গ্রাম , খোসাসমেত পেঁপে বাটা ১০০ গ্রাম , গোলমরিচ গুঁড়ো
৩ চা চামচ , গরম মশলা গুঁড়ো ১ চা চামচ , সরষের তেল ৩ চামচ, ছাতু ২৫ গ্রাম , নুন পরিমাণমত ।
Mutton seekh kabab recipe in bengali style in bengali language |
প্রণালী:
খাসির মাংস থেকে ৫০ গ্রাম সাইজের মতো করে দশটি টুকরো করে নিন । তারপর আলুর
খোসা ছাড়ানোর মতো করে ছুরি দিয়ে মাংসের টুকরো গুলোকে পাতলা পাতলা করে কেটে
নিন । এরপর মাংসের সঙ্গে পেঁপেবাটা ভালো করে মিশিয়ে নিন । মিশ্রণকে দুই ঘন্টা ঢাকা
দিয়ে রেখে দিন । তারপর এরসঙ্গে গোলমরিচ , গরম মশলা , সরষের তেল , নুন ও ছাতু ভালো
করে মাখিয়ে একটি লোহার শিকে গেঁথে কাঠ কয়লার আঁচে মিনিট পনেরো মতো সেঁকে নিন ।
বাড়িতে গ্রিলার থাকলে তাও এই কাজে ব্যবহার করা যেতে পারে । পাতিলেবু ও স্যালাড সাজিয়ে
মাস্টার্ড সহযোগে গরম গরম পরিবেশন করুন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন