Chicken Malaikari Recipe In Bengali
Chicken Malaikari Recipe In Bengali চিকেন মালাইকারি উপকরণ : মুরগি মাংস ১ কেজি , সাদা তেল ২০০ গ্রাম , চিনি ১০০ গ্রাম , নুন আন্দাজমতো , টক দই ১৫০ গ্রাম, আদাবাটা ৫০ গ্রাম ,পেঁয়াজ ও রসুন ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম , গরম মশলা ৫ গ্রাম , জিরে ২০ গ্রাম , শুকনোলঙ্কা ৫-৬ টা , নারকেল অর্ধেকটা । Chicken Malaikari Recipe In Bengali প্রণালী : মুরগি মাংস সেদ্ধ করে , অল্প জল থাকতে নামিয়ে দিন ।কড়াই আঁচে চাপিয়ে তেল দিন । গরম হলে পেঁয়াজ , রসুনবাটা ও চিনি দিয়ে লালচে করে ভেজে নিন । সেদ্ধ করা মুরগি , আদা ও নুন এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট কষে , মুরগি সেদ্ধ জলটা ঢেলে দিন । ফুটে উঠলে নারকোলের দুধ ও দই একসঙ্গে মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিন । উপরে জিরে , গরম মশলা ও ভাজা লঙ্কা একসঙ্গে বেটে ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন । এইভাবে বাড়িতে খুবই অল্প সময়ে তৈরী করে নিন মুরগির মালাইকারি ।