Patishapta Recipe With Coconut In Bengali ( পাটিসাপটা রেসিপি )
Patishapta Recipe With Coconut In Bengali ( পাটিসাপটা রেসিপি ) Patishapta Recipe With Coconut In Bengali ( পাটিসাপটা রেসিপি ) পাটিসাপটা রেসিপি : উপকরণ : চাল (আতপ,গোবিন্দভোগ ) ২৫০ গ্রাম, ক্ষীর ১৫০ গ্রাম , নারকেল ১টি , চিনি ২৫০ গ্রাম, লবঙ্গ ২০ টি , তেজপাতা ২ টি , ঘি,৫০ গ্রাম । Patishapta Recipe With Coconut In Bengali ( পাটিসাপটা রেসিপি ) পাটিসাপটা প্রণালী: চাল কমপক্ষে ২ ঘন্টা জলে ভিজিয়ে মিক্সিতে ভাল করে বেটে ঘন করে গুলে নিন । নারকেল ভাল করে কুড়িয়ে নিয়ে সঙ্গে চিনি , দুটি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কড়াইতে নাড়তে থাকুন । বেশ শক্ত হয়ে এলে নামিয়ে গরম থাকতে থাকতে ক্ষীরের গুঁড়ো মিশিয়ে নিন । ঘি গলিয়ে নিয়ে এক টুকরো সুতির কাপড় ঘিয়ে ভিজিয়ে চাটুৰ উপরিতলে মাখিয়ে নিন । ছোট বাটি সাহায্যে পাতলা করে চাল বাটার গলা দিন । তার পরে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিন । লম্বা করে খানিকটা পুর এক ধারে দিয়ে ধরে রাখার জন্য দুই টি করে লবঙ্গ দিয়ে আটকে দিন । এইভাবে খুব অল্প সময়ে পাটিসাপটা বানিয়ে নিন । ,