পোস্টগুলি

non veg লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Tasty mangsho madrasi kabab recipe in bengali

Tasty mangsho madrasi kabab recipe in bengali মাংসের  মাদ্রাজি  কাবাব   :  উপকরণ : মাংস  ৫০০ গ্রাম , নারকেল  অর্ধেক  ছোট , পোস্ট  ২ নোবেল  চামচ , হলুদগুঁড়ো  ১ চা  চামচ , লঙ্কাগুঁড়ো  ২ চা  চামচ , জিরেগুঁড়ো  ২ চা  চামচ , পাকা  তেঁতুল  ৫০ গ্রাম , নুন  ও  চিনি  আন্দাজমতো , কারিপাতা  ১ আটি , সরষের  তেল  ১০০ গ্রাম  । প্রণালী : মাংস  টুকরো  করে  ধুয়ে  প্রেসার  কুকারে  সেদ্ধ  করে  জলটা  আলাদা  করে  রাখুন  । নারকেল  ও  পোস্ত  বেটে  নিন  ।  পাকা  তেঁতুল  অল্প  জলে  ভিজিয়ে  বিচি ও  ছিবড়ে  বার করে  কাথ  তৈরী  করে  নিন  । কড়াইতে  তেল  ঢেলে  আঁচে  চাপিয়ে  দিন  । গরম   হলে  হলুদ , লঙ্কা , ধনে , জিরে , পোস্ত  ও  নারকেল  বাটা  দিয়ে  ভালো  করে  কোষ তে  থাকুন  । একটু  পরে  মাংস , নূন ও  অল্প  চিনি  দিয়ে  খুব  ভালো  করে  কষে  তেতুলগোলা  দিন  । সামান্য  নাড়াচাড়া  করে  নিয়ে  রেখে  দেওয়া  মাংস  সেদ্ধ  জল  কড়াইতে  ঢালুন  । ঝোল  ফুটে  বেশ  ঘন  হয়ে  এলে  কারিপাতা  দিয়ে  নামিয়ে  রাখুন  । এরপর  গরম  গরম  পরিবেশন  করে  দিন  ।  খেতে  স্বাদে  গন্ধে  খুবই  ভাল  লাগবে  । , 

Bhapa Ilish recipe by sonar bangla rannaghar in bengali language

ছবি
Bhapa Ilish recipe by sonar bangla rannaghar in bengali language ভাপা  ইলিশ   : উপকরণ : ইলিশ  মাছ  টুকরো  করা  ৫০০ গ্রাম (পেটির  দিক ), সরষে  বাটা  ৫-৬ চা  চামচ , কাঁচালঙ্কা  ৬-৭ টি , হলুদ  ১\২ চা  চামচ , সরষের  তেল  ৬  চা চামচ , নুন  পরিমাণমত , টিফিন  কৌটো  একটি  ।  Bhapa Ilish recipe by sonar bangla rannaghar in bengali language প্রণালী : মাছগুলো  ভাল  করে ধুয়ে  নিন  । সরষে  বাটা , নুন , হলুদ , কাঁচালঙ্কা , সরষের  তেল  দিয়ে  মাখিয়ে  ১ ঘণ্টা  রেখে  দিন  । এরপর  টিফিন  কৌটায়  ভরে  পরিমাণমত  জল  দিয়ে  কৌটার  মুখ  ভাল  করে  এঁটে  দিন  । কৌটোটা  আঁচে  ভাতের  হাঁড়ির  মধ্যে  ছেড়ে  দিন । ভাত  নামাবার  আগে  টিফিন  কৌটো  বের করে  রেখে  নিন । এরপর  গরম  ভাতের  সঙ্গে  গরম গরম  পরিবেশন  করে  দিন ।

Restaurant Style Fish Fry recipe By Sonar Bangla Rannaghar in bengali language

ছবি
Restaurant Style Fish Fry recipe By Sonar Bangla Rannaghar in bengali language ফিশ ফ্রাই     উপকরণ : ভেটকির  মাছ  ৫০০ গ্রাম , আদাবাটা ২ চা চামচ , পেঁয়াজ বাটা  ৪  চা  চামচ , রসুন  বাটা  ১ চা চামচ , কাঁচালঙ্কা  ও  ধনেপাতা  একসঙ্গে বাটা  ৪ চা  চামচ , পাতিলেবুর  রস  ২ চা  চামচ  । ফ্রাই-এর  জন্য  ময়দা ৪ টেবিল  চামচ , কনফ্লাওয়ার  ২ টেবিল  চামচ , ডিম্ ২ টি , বেকিং  পাউডার  ১\২ চা  চামচ , তেল, নুন  আন্দাজমতো  । Restaurant Style Fish Fry recipe By Sonar Bangla Rannaghar in bengali language প্রণালী : মাছে  সব  বাটা  মশলা  এবং  পাতিলেবুর  রস  ভাল  করে  মাখিয়ে  ঘন্টা  চারেক  ভিজিয়ে  রাখুন   ময়দা , কর্নফ্লাওয়ার , বেকিং  পাউডার , নুন  ডিমসহ  ফেটিয়ে  জলে  গুলে  একটি  মিশ্রণ  তৈরি  করুন  । এক একটি  মাছ  মিশ্রণে  ডুবিয়ে  বাদামি  করে  গরম  তেলে  ভেজে  গরম গরম  পরিবেশন  করুন  ।

Restaurant Style Mutton do pyaza recipe By Sonar Bangla Rannaghar in bengali language

ছবি
Restaurant Style Mutton do pyaza recipe By Sonar Bangla Rannaghar in bengali language মাছের  দো - পেঁয়াজ।   উপকরণ  রুই  বা  যে  কোন  বড়  মাছ  ১\২ কেজি, পেঁয়াজ  সরু  করে কাটা  ১\২ কাপ , হলুদ বাটা  ১\২ চা  চামচ,  মরিচ গুঁড়ো  ১ চা চামচ ,  পেঁয়াজ  বাটা  ২ টেবিল চামচ ,  তেল  ১\৪ কাপ , গোলমরিচ  ৩-৪ টি, ধনেপাতা  কুচনো  ২  টেবিল  চামচ, নুন  আন্দাজমত  । Restaurant Style Mutton do pyaza recipe By Sonar Bangla Rannaghar in bengali language প্রণালী : মাছ  কেটে  ধুয়ে  সামান্য  নুন  ও  হলুদ  মাখিয়ে  হালকা  বাদামি  করে  ভেজে  নিন  । কড়াইতে  বাকি  তেল দিয়ে  কাটা  পেঁয়াজ বাদামী  করে  ভেজে  তাতে  সব  মশলা  ও  নুন  দিয়ে  কষতে  থাকুন  ।  গন্ধ  বের  হলে  আধ  কাপ  জল  দিয়ে  ভাজামাছগুলো  ছেড়ে  দিন  । ঝোল  মাখা  মাখা  হলে  গোলমরিচ  গুঁড়ো  দিয়ে  নামিয়ে  দিন  । ধনেপাতা  কুচি  সাজিয়ে  গরম গরম  পরিবেশন  করুন  ।

Tasty Kolkata style butter fish fry recipe by Sonar bangla Rannaghar in bengali language

ছবি
Tasty Kolkata style butter fish fry recipe by Sonar bangla Rannaghar in bengali language বাটার  ফিশ  ফ্রা ই   উপকরণ : কাঁটা  বিহীন  সিদ্ধ  মাছ  ৫০০ গ্রাম , বাটার  ১০০ গ্রাম , কাজু   ১ কাপ  , পেস্তা  ১ কাপ  , নুন , হলুদ  অল্প , কর্ণফ্লাওয়ার  ১ কাপ , রিফাইন্ড  তেল  ২০০ গ্রাম , লঙ্কাগুঁড়ো  ১\২  চা  চামচ  ।  Tasty Kolkata style butter fish fry recipe by Sonar bangla Rannaghar in bengali language প্রণালী : কাজু  পেস্তা  বেটে  নিন । এবারে  নুন  , হলুদ , লঙ্কা , পেস্তা , কাজু  বাটার  সঙ্গে  কর্ণফ্লাওয়ার  বেশ  করে  মিশিয়ে  গ্রেভি  বানান  । ফ্রাইং  প্যানে  তেল  গরম  করে  নিন  । মাছে  নুন  হলুদ  মিশিয়ে  মেখে  ছোট  ছোট  গোলা  গড়ে  নিন  । গ্রেভি  লাগিয়ে  মাঝারি  আঁচে  সোনালী  করে  ভেজে  নিন  ।  বাটার  ফিশ   ফ্রাই  গরম  গরম  পরিবেশন  করুন  । এইভাবে  খুব  সহজে  বাটার  ফিশ  ফ্রাই   তৈরি  করে  নিন  ।  

Chingri macher malai curry recipe in bengali language

ছবি
Chingri macher malai curry recipe in bengali language চিংড়ি  মাছের  মালাইকারি :   উপকরণ : খোসা  ছাড়ানো  বাগদা  চিংড়ি  ৫০০  গ্রাম  , পেঁয়াজ  বাটা  ২ টি , আদাবাটা  ৩ চা চামচ , রসুনবাটা  ১ চা চামচ , জিরে  গুঁড়ো  ১ চা  চামচ  , হলুদ  গুঁড়ো  ১  চা  চামচ , লঙ্কাগুঁড়ো  ১  চা  চামচ , নারকেল  কোৱা  ১ কাপ , তেজপাতা  ৪-৫ টি ,  গরম মশলা , সরষের  তেল  ভাজার  জন্য , নুন  । Chingri macher malai curry recipe in bengali language প্রণালী : মাছগুলো  ছাঁকা  তেলে  ভেজে  রেখে নিন  ।  কড়াইতে  অল্প  তেলে  তেজপাতা , পেঁয়াজ , আদা  ও  রসুনবাটা  একসঙ্গে  দিয়ে  লাল করে  ভেজে  নিন  । এবার  তাতে  নারকেল  কোৱা  দিয়ে  দিন । মশলা  ভাল  করে  কষা  হলে  তাতে  ভাজা  মাছ  দিয়ে  নাড়াচাড়া  করে  সামান্য  জল  দিয়ে  দিন  । জল  ফুটে  মাখা  মাখা  হলে  গরম  মশলা  দিয়ে  নামিয়ে  নিন  । এইভাবে  খুবই   সহজে  বানিয়ে  নিন  চিংড়ি  মাছের  মালাইকারি  ।

Dahi chingri recipe by Sonar Bangla Rannaghar in bengali language

ছবি
Dahi chingri recipe by Sonar Bangla Rannaghar in bengali language দই  চিংড়ি   উপকরণ : বাগদা  চিংড়ি  ২৫০ গ্রাম , টকদই  ৩ চা চামচ , পেঁয়াজকুচনো  ১ টি , পেঁয়াজের  রস  ৪  টেবিল  চামচ , শুকনো লঙ্কা  বাটা  ১ চা  চামচ , মেথি  ২ চা  চামচ (আধ কাপ  জলে  ভেজানো), দুধ  ১\২ কাপ, চিজ  স্প্রেড  ১ চা  চামচ , ধনেপাতা  কুচানো  ১  আটি , সরষের  তেল  ৬  টেবিল  চামচ , নুন  স্বাদমত  । dahi chingri recipe by Sonar Bangla Rannaghar in bengali language প্রণালী : মাছ  কেটে  ধুয়ে  পরিষ্কার  করে  অল্প  টকদই  ও  পেঁয়াজের  রস  মাখিয়ে  আধঘন্টা  রেখে  নিন  । কড়াইতে  তেল  দিয়ে  মাছ  ভেজে  তুলে  নিন । ওই  তেলেই  পেঁয়াজ  দিয়ে  ভাজুন  । লঙ্কাবাটা  দিন  মশলা  ভাজা  ভাজা  হলে  বাকি  টকদই , পেঁয়াজের  রস  ও  মেথি  ভেজানো  জল  ঢেলে  দিন  । অল্প  ধনেপাতা  কুচি  ও  নুন  দিয়ে  মাছে  দিন  । অল্প  আঁচে  রেখে  চাপা  দিন  । জল  শুকিয়ে  এলে  চিজ  স্প্রেড   সামান্য  দুধে  গুলে  ঢালুন  ।  ফুটে  উঠলে  নামিয়ে  ধনেপাতা  দিয়ে  সাজিয়ে  পরিবেশন  করুন  ।

Mutton seekh kabab recipe in bengali style in bengali language

ছবি
Mutton seekh kabab recipe in bengali style in bengali language মাটন  শিক  কাবাব    উপকরণ : খাসির  মাংস  হাড়  ছাড়া  ৫০০ গ্রাম , খোসাসমেত  পেঁপে  বাটা  ১০০  গ্রাম , গোলমরিচ  গুঁড়ো  ৩ চা চামচ , গরম  মশলা  গুঁড়ো  ১ চা চামচ , সরষের  তেল  ৩  চামচ, ছাতু  ২৫ গ্রাম , নুন  পরিমাণমত  । Mutton seekh kabab recipe in bengali style in bengali language প্রণালী: খাসির  মাংস  থেকে  ৫০ গ্রাম  সাইজের  মতো  করে  দশটি  টুকরো  করে  নিন ।  তারপর  আলুর  খোসা  ছাড়ানোর  মতো  করে  ছুরি  দিয়ে  মাংসের  টুকরো  গুলোকে  পাতলা  পাতলা  করে  কেটে  নিন  । এরপর  মাংসের  সঙ্গে  পেঁপেবাটা  ভালো  করে  মিশিয়ে  নিন  । মিশ্রণকে  দুই  ঘন্টা  ঢাকা  দিয়ে  রেখে  দিন  । তারপর  এরসঙ্গে  গোলমরিচ , গরম  মশলা , সরষের  তেল ,  নুন  ও  ছাতু  ভালো  করে  মাখিয়ে  একটি  লোহার  শিকে  গেঁথে  কাঠ  কয়লার  আঁচে  মিনিট  পনেরো  মতো  সেঁকে  নিন  । বাড়িতে  গ্রিলার  থাকলে  তাও  এই  কাজে  ব্যবহার  করা  যেতে  পারে  । পাতিলেবু  ও  স্যালাড  সাজিয়ে  মাস্টার্ড  সহযোগে  গরম  গরম  পরিবেশন  করুন  ।

Chingri Posto Recipe In Bengali

ছবি
Chingri Posto Recipe In Bengali চিংড়ি  পোস্ত   উপকরণ : কুচো  চিংড়ি  ৫০০ গ্রাম , পোস্ত বাটা  ৫০ গ্রাম , পেঁয়াজ  কুচনো  ১০০ গ্রাম , কালো  সরষে  ১ চা  চামচ , জিরেগুঁড়ো  ১ চা চামচ , লঙ্কাগুঁড়ো  ১ চা চামচ , হলুদ  গুঁড়ো  ১ চা চামচ , রসুন বাটা  ৬ কোয়া , তেজপাতা  ২ টি , টম্যাটো  পিউরি  ২ চা চামচ , চিনি  ২ চা চামচ , তেল ২০০ গ্রাম , নুন  স্বাদমত  । Chingri Posto Recipe In Bengali প্রণালী : চিংড়ির  খোসা  ও  মাথা  বাদ  দিয়ে  ভাল  করে  ধুয়ে  নুন  হলুদ  মাখিয়ে  রাখুন  । ডেকচিতে  তেল  গরম  করে  তেজপাতা  ও  সরষে  ফোড়ন  দিয়ে  চিংড়ি  কে  ভাল  করে কষে  নিন  । চিংড়ি  কষা  হলে  তেল  ঝরিয়ে  তুলে  নিন  ও  ওই  তেলে  পেঁয়াজ  কুচি  কষুন  । রসুনবাটা , হলুদগুঁড়ো , লঙ্কাগুঁড়ো , টমেটো  পিউরি , চিনি  ও  নুন  দিয়ে  দিন  । ২ কাপ  জল  দিয়ে  পোস্তবাটা  দিন  । পোস্ত  কষে  চিংড়ি  মাছ  দিয়ে  নাড়তে  থাকুন  । শুকিয়ে  গেলে  জিরে  গুঁড়ো  ছড়িয়ে  নামিয়ে  দিন  । এরপর  গরম গরম  পরিবেশন  করুন  চিংড়ি  পোস্ত   ।

Chicken Malaikari Recipe In Bengali

ছবি
Chicken Malaikari Recipe In Bengali চিকেন  মালাইকারি    উপকরণ : মুরগি  মাংস  ১ কেজি , সাদা  তেল  ২০০ গ্রাম , চিনি  ১০০ গ্রাম , নুন  আন্দাজমতো , টক  দই  ১৫০ গ্রাম, আদাবাটা  ৫০ গ্রাম ,পেঁয়াজ  ও   রসুন  ১৫০ গ্রাম  থেকে  ২০০ গ্রাম , গরম মশলা  ৫ গ্রাম , জিরে  ২০ গ্রাম , শুকনোলঙ্কা  ৫-৬ টা ,  নারকেল  অর্ধেকটা  । Chicken Malaikari Recipe In Bengali প্রণালী : মুরগি  মাংস  সেদ্ধ  করে , অল্প  জল  থাকতে  নামিয়ে  দিন  ।কড়াই  আঁচে   চাপিয়ে  তেল  দিন । গরম হলে  পেঁয়াজ , রসুনবাটা  ও  চিনি  দিয়ে  লালচে  করে  ভেজে  নিন  । সেদ্ধ  করা  মুরগি , আদা  ও  নুন  এর  মধ্যে  দিয়ে  পাঁচ  মিনিট  কষে , মুরগি  সেদ্ধ  জলটা  ঢেলে  দিন  । ফুটে  উঠলে  নারকোলের   দুধ  ও  দই  একসঙ্গে  মিশিয়ে  কড়াইয়ে  ঢেলে  দিন  । উপরে  জিরে , গরম মশলা  ও  ভাজা  লঙ্কা  একসঙ্গে বেটে  ছড়িয়ে  দিয়ে  নামিয়ে  গরম গরম  পরিবেশন  করুন  । এইভাবে  বাড়িতে  খুবই  অল্প  সময়ে  তৈরী  করে  নিন  মুরগির  মালাইকারি  ।

Chicken Roast Recipe In Bengali (চিকেন রোস্ট ) চিকেন রোস্ট উপকরণ : মুরগি ২ টো (একটি ছোট , একটি বড় ), পেঁয়াজ ২ টো (বড় ), রসুন ৫ কোয়া , আদাবাটা ৩ চা চামচ , ভিনিগার ৪ টেবিল চামচ , কাঁচালঙ্কা ৬ টা , কাঁচা পেঁপে বাটা (খোসা সমেত ) ১৫০ গ্রাম , বাদামতেল ১ টেবিল চামচ , নুন আন্দাজমতো।, কেশর রঙ অল্প ।

ছবি
Chicken Roast Recipe In Bengali ( চিকেন  রোস্ট ) চিকেন  রোস্ট    উপকরণ :  মুরগি  ২ টো (একটি  ছোট , একটি  বড় ),  পেঁয়াজ  ২ টো (বড় ), রসুন  ৫ কোয়া , আদাবাটা  ৩ চা  চামচ , ভিনিগার  ৪ টেবিল  চামচ , কাঁচালঙ্কা  ৬ টা , কাঁচা  পেঁপে  বাটা  (খোসা  সমেত ) ১৫০ গ্রাম , বাদামতেল  ১ টেবিল চামচ , নুন  আন্দাজমতো।, কেশর  রঙ  অল্প  । Chicken Roast Recipe In Bengali ( চিকেন  রোস্ট ) চিকেন  রোস্ট    উপকরণ :  মুরগি  ২ টো (একটি  ছোট , একটি  বড় ),  পেঁয়াজ  ২ টো (বড় ), রসুন  ৫ কোয়া , আদাবাটা  ৩ চা  চামচ , ভিনিগার  ৪ টেবিল  চামচ , কাঁচালঙ্কা  ৬ টা , কাঁচা  পেঁপে  বাটা  (খোসা  সমেত ) ১৫০ গ্রাম , বাদামতেল  ১ টেবিল চামচ , নুন  আন্দাজমতো।, কেশর  রঙ  অল্প  । প্রণালী : মুরগির  পালক  ছাড়িয়ে  ছাল  বাদ  দিয়ে  নেবেন  । মুরগি  আস্ত  রাখবেন  । মুরগির  গায়ে  ছুরি  দিয়ে  মাঝে  মাঝে  চিরে  দেবেন  । একটা  পাত্রে  ভিনিগার  রেখে  তাতে  মুরগি  দুটিকে  ভিজিয়ে  রাখুন  । দু  ঘন্টা  পরে  ভিনিগার  থেকে  তুলে  পেঁয়াজ , রসুন , আদাবাটা , পেঁপেবাটা , কাঁচালঙ্কা বাটা , নুন  দিয়ে  মাখিয়ে  একঘন্টা  রেখে  দিন । ওভেন ৪০০ ফারেনহাইট  তাপে  গর

Golda Chingri Malaikari Recipe In Bengali

ছবি
Golda Chingri Malaikari Recipe In Bengali ( চিংড়ি  মালাইকারি ) চিংড়ি  মালাইকারি    উপকরণ : নারকেল  মিহি  করে  কুড়িয়ে  চার  টেবিল  চামচ  মতন  নিয়ে  নিতে  হবে , দুধ  ১ কাপ , পোস্তদানা  ২ চা চামচ , আদা -রসুন বাটা  ২ চা  চামচ , পেঁয়াজ  কুচনো  ২০০ গ্রাম , হলুদ গুঁড়ো  ১/২ চা চামচ , মরিচগুঁড়ো  ১ চা  চামচ , নুন , ঘি , সয়াবিন  তেল  পরিমানমত , গলদা  চিংড়ি  ৮ টি  । Golda Chingri Malaikari Recipe In Bengali ( চিংড়ি  মালাইকারি ) প্রণালী : চিংড়িগুলো  ধুয়ে  নুন  মাখিয়ে , তেলে  ভেজে  তেল  ঝরিয়ে  তুলে  নিতে  হবে  । এবার  তেলের  মধ্যে  হলুদ , মরিচ গুঁড়ো , পোস্তদানা , আদা -রসুন  বাটা , ঘি , নারকেল  কোৱা , পেঁয়াজ দিয়ে  ভাল  করে  কষে  দুধ  মিশিয়ে  নিতে  হবে  ।অল্প  জল  দিয়ে  চিংড়িগুলো  ওর  মধ্যে  ছেড়ে  দিতে  হবে  । মাখা  মাখা  হলে  নামিয়ে  গরম  গরম  পরিবেশন  করুন  । এই  রকম  করে  চিংড়ি  মালাইকারি  খুবই  সহজে  বানিয়ে  ফেলুন  ।

Egg Roll Recipe In Bengali ( এগরোল রেসিপি )

ছবি
Egg Roll Recipe In Bengali ( এগরোল রেসিপি ) এগরোল রেসিপি      : উপকরণ : ময়দা  ৪০০ গ্রাম , মুরগির  ডিম্  ৮ টি , কাঁচালঙ্কা  কুচি  ৪ টি , পরিমানমত  নুন  ও  তেল  । Egg Roll Recipe In Bengali ( এগরোল রেসিপি ) প্রণালী :  ময়দায়  বেশি  তেলের  ময়ান  দিয়ে  পরিমাণমত  নুন  মিশিয়ে  মেখে  নিন  । বড়  বড়  লেচি  কেটে  রুটির  মত  আকারে  সবগুলো  বেলে  ফেলুন  । একটা  পাত্রে  ১ টি  ডিম্  ভেঙে  খানিকটা  পেঁয়াজের  কুচি , খানিকটা  লঙ্কার  কুচি  ও   সামান্য  নুন  মিশিয়ে  ফেটিয়ে  রাখুন  । তাওয়াতে  তেল  গরম  করে এক  একটা  পরোটা  ভাজুন  । একপিট  ভাজা  হলে  উল্টে  এবার  ডিমের  গোলা  পরোটার  উপর  ঢেলে  দিন  এবং  চামচে  দিয়ে  চারদিকে  ছড়িয়ে  তারপর  পরোটা  তাওয়া   থেকে  তুলে  অন্য  পাত্রে  রাখুন  । পরোটাটা  পেঁয়াজ  কুচি , টমেটো  সস  ও  চিলি  সস  দিয়ে  রোল  করে  কাগজ  দিয়ে  মুড়ে  ফেলুন  । তলার  অংশে  কাগজ  দিয়ে  মুড়ে  পরিবেশন  করুন  গরম গরম  এগ রোল  ।

Posto Chingri Recipe Bengali

ছবি
Posto Chingri Recipe Bengali  পোস্ত  চিংড়ি   : উপকরণ : খোসা  ছাড়ানো  চিংড়ি  ৩৫০ গ্রাম , পোস্ত  বাটা  ৪ চামচ , পেঁয়াজ  ৩ টি , আলু  ৩ টি , কাঁচা  লঙ্কা  বাটা  আধ  চামচ , সরষের  তেল  ৫ চামচ , চিনি ও  নুন  স্বাদমতো , হলুদ  আন্দাজমতো , তেজপাতা  দুটো , শুকনোলঙ্কা  দুটো , জিরে  এক  চিমটে  । Posto Chingri Recipe Bengali  প্রণালী : কড়াইতে  তেল দিয়ে  চিংড়ি  মাছ  লাল করে  ভেজে  তুলে  রাখুন  । ওই  তেলে  তেজপাতা ,শুকনোলঙ্কা  ও  জিরে  ফোড়ন  দিন  । এরপর  আলু , পোস্ত ও  লাঙ্কাবাটা  দিয়ে  বেশ  করে  নেড়েচেড়ে  নুন , চিনি   ও  হলুদ  দিন  । অল্প  জল  ও  চিংড়ি  মাছ  দিয়ে  মিনিট  দশেক  সেদ্ধ   করুন  । জল  শুকিয়ে  গেলে  নামিয়ে  ভাতের  সঙ্গে  পোস্ত  চিংড়ি  পরিবেশন  করুন  ।

Pui Shak Diye Chingri mach Recipe In Bengali

ছবি
Pui Shak Diye Chingri mach Recipe In Bengali পুঁই  শাক  দিয়ে  চিংড়ি  মাছ   : উপকরণ : আলু  ১০০ গ্রাম , কুমড়ো  ১০০ গ্রাম , বেগুন  ১ টি , পটল  ১০০ গ্রাম , ঝিঙে  ১০০ গ্রাম , মুলো  ১০০ গ্রাম , পুঁইডাঁটা  ৫০০ গ্রাম , কুচো  চিংড়ি  ৩০০ গ্রাম , হলুদ  ১ চামচ , কাঁচালঙ্কা  ৫ টি , পাঁচফোড়ন  আধ চামচ , লঙ্কাগুঁড়ো  ১ চামচ , নুন , চিনি , সরষের  তেল  আন্দাজমতো  । Pui Shak Diye Chingri mach Recipe In Bengali প্রণালী : মাছের  খোসা  ছাড়িয়ে  পরিষ্কার  করে  ধুয়ে  রাখুন  । সরষে  ও  জিরে  বাটা  নিন  । তরকারিগুলো  চর্চরি  মতো  কেটে  নুন , চিনি , হলুদ ,সরষেবাটা  ও  জিরেবাটা  দিয়ে  সেদ্ধ  করুন  জল  দেবেন  না  । কাঁচালঙ্কা  ও  জিরে  দেবেন  । যখন  বেশ  সেদ্ধ  হবে  তরকারিগুলো  নামিয়ে  রাখুন  । এবার  একটা  কড়াইতে  তেল  ও  পাঁচফোড়ন  দিয়ে  চিংড়িমাছ  ছেড়ে  দিন  । একটু  নাড়াচাড়া করে  নিয়ে  ওর  সঙ্গে  সেদ্ধ  করে  রাখা  তরকারি  দিয়ে  দিন  জল শুকিয়ে  মাখা  মাখা  হলে  নামিয়ে  নিয়ে  গরম গরম  ভাতের  সঙ্গে  পরিবেশন  করুন  ।

Mangsher Kochuri Recipe In Bengali

ছবি
Mangsher Kochuri Recipe In Bengali  মাংসের  কচুরি   : উপকরণ : মাংস  ২৫০  গ্রাম , ময়দা  ২৫০ গ্রাম , ঘি  ২৫০ গ্রাম , ছোট  এলাচ  গুঁড়ো ,দারচিনি  গুঁড়ো ,গোলমরিচ  গুঁড়ো  আন্দাজমত , আদাবাটা ,ধনেবাটা ,লঙ্কাবাটা ,নুন  প্রয়োজনমতো , ছোলার  দল ৫০ গ্রাম  । Mangsher Kochuri Recipe In Bengali  প্রণালী : ময়দায়  ঘিয়ে  ময়ান  দিয়ে  ভাল  করে  মেখে  নিন  । ডাল  ঘিয়ে  অল্প  ভেজে  গুঁড়ো  করে  মাংসের সঙ্গে  সমস্ত  উপকরণ  দিয়ে  ভাল  করে  মেখে  নিন । কড়া তে  ঘি  দিয়ে  আঁচে  বসান  । ময়দার  এক একটা  লেচি  করে  ওর  মধ্যে  মাংসের  পুর  দিয়ে  মুড়ে  কড়াইতে  ছেড়ে  দিন  । কচুরিগুলো  লালচে  ভাজা  হলে  কচুরি  তুলে গরম গরম পরিবেশন  করুন  ।

Mangsher Ghugni Recipe In Bengali (মাংসের ঘুগনি)

ছবি
Mangsher Ghugni Recipe In Bengali (মাংসের ঘুগনি) মাংসের ঘুগনি   : উপকরণ : কিমা  ২০০ গ্রাম , মোটর  ২৫০ গ্রাম , পেঁয়াজ ৬ টি , আলু  ২ টি , টম্যাটো  ২ টি , নারকেল  কুচনো  ২ কাপ , রসুন  ৬ কোয়া , আদা বাটা  ২ চামচ , ধনেগুঁড়ো  ১ চামচ , জিরে গুঁড়ো  ১ চামচ , হলুদ  আধ  চামচ , তেল , চিনি  ও  নুন  স্বাদমতো  । Mangsher Ghugni Recipe In Bengali (মাংসের ঘুগনি) প্রণালী : ভেজানো  মটর  সেদ্ধ  করে নিন  । আলু  গোল গোল  করে কেটে নিন  ।  নারকেল  কুচানো  নিন  । টম্যাটো  চটকেনিন  । অর্ধেক  পেঁয়াজ  বেটে নিন  । করাই  আঁচে  বসিয়ে  তেল দিন  তেল গরম  হলে  কিমা দিয়ে  হলুদ ,লঙ্কা , জিরে ,ধনে , রসুন , আদাবাটা , পেঁয়াজ  দিয়ে  ভাল  করে কষুন  ।  জল  দিন  জল শুকিয়ে এলে  নামিয়ে  রাখুন  । নারকেল  ও  আলু  ভেজে  নিন ।কড়াই  তেল দিয়ে  গরম  করুন  বেশ করে কষুন  বাটা মশলা  দিয়ে  । এবার  সেদ্ধ  করা  মটর  দিন  । চটকানো  টম্যাটো  ও  কিমা  ঢেলে  দিন  পরে , মিষ্টি  ও  নুন  দিন  । এবার  গরম  মশলা  ছড়িয়ে  নামিয়ে ফেলুন  ঝোল  ঘন  হয়ে  এলে  । তারপর  পরিবেশন  করে  করে  দিন  ।

Dimer Kalia Recipe In Bengali ( ডিমের কালিয়া রেসিপি )

ছবি
Dimer Kalia Recipe In Bengali ( ডিমের  কালিয়া রেসিপি ) ডিমের  কালিয়া রেসিপি    : উপকরণ : পেঁয়াজকলি  ২৫০ গ্রাম (কুঁচানো ) ডিম্  ৩ টি , কাঁচালঙ্কা  ২ টো (কুঁচানো ), ধনেপাতা  এক আঁটি (কুঁচানো ), আলু  ১ টা  (সরু  করে  কাটা ), বড়  পেঁয়াজ  ২ টো (বাটা), রসুন  ২ কোয়া , আদা  ১ ইঞ্চি  বাটা , লঙ্কা বাটা  অল্প , বড়  টোম্যাটো  ১ টা , বাদামতেল  ও  চিনি  আন্দাজমতো  । Dimer Kalia Recipe In Bengali ( ডিমের  কালিয়া রেসিপি ) প্রণালী : ডিম্ ফেটিয়ে  তাতে  পেঁয়াজকলি , আলু , ধনেপাতা , লঙ্কা  দিয়ে   মেখে  নিন  । কড়াইতে  তেল  গরম  করে  নিয়ে  ভাজুন  । ভাজা  বড়া  তুলে  ওই  তেলেই  আরো  একটু  তেল  ঢালুন  । বাটা মশলা  ,নুন , হলুদ  ও  চিনি  দিয়ে  কষুন  । ভালোভাবে   কষা  হলে  বড়াগুলো  ছেড়ে  আন্দাজমতো  জল দিন  । জল  শুকিয়ে  গা  মাখা  হলে নামিয়ে  টমেটো  কুঁচি  ছড়ান  । গরম  থাকতেই  ভাতের  সঙ্গে পরিবেশন  করুন  ডিমের  কালিয়া  ।

Rui Macher Kalia Recipe In Bengali ( রুই মাছের কালিয়া )

ছবি
Rui Macher Kalia Recipe In Bengali ( রুই  মাছের  কালিয়া ) রুই  মাছের  কালিয়া   : উপকরণ : রুইমাছ , ঘি ,পেঁয়াজকুচি , টম্যাটো  কুচি , টকদই , জিরে বাটা , লঙ্কাবাটা , আদাবাটা , গরম মশলা  বাটা , রসুনবাটা , হলুদগুঁড়ো  তেজপাতা , তেল,নুন  ও  আলু । Rui Macher Kalia Recipe In Bengali ( রুই  মাছের  কালিয়া ) প্রণালী : মাছে  নুন ,হলুদ  মাখিয়ে  ভেজে  নিন  । আলু  কেটে  ভেজে  নিন  ।  কড়াইতে  তেল  গরম  করে  জিরে ,তেজপাতা  ফোড়ন  দিয়ে  পেঁয়াজ,  আদা , হলুদ , গরম  মশলা  ও  টম্যাটো  দিয়ে  কষে  নিন  । দই  মিশিয়ে  দিন  । কষা  হয়ে  এলে  পরিমাণমত  জল দিয়ে  দিন  । সেই  সঙ্গে  নুন  ও  সামান্য  চিনি  দিন  । ফুটলে  মাছ  ও  আলু  দিন  । ঝোল  গাঢ়  হয়ে  এলে  ঘি  দিয়ে  নামিয়ে  ঢেকে  দিন  কিছুক্ষন  । তারপর  গরম গরম  ভাতের  সাথে  পরিবেশন  করুন  রুই মাছের  কালিয়া  ।

Butter Fish Fry Recipe In Bengali (বাটার ফিশ ফ্রাই)

ছবি
Butter Fish Fry Recipe In Bengali (বাটার  ফিশ  ফ্রাই) বাটার  ফিশ  ফ্রাই    : উপকরণ : কাঁটা  বিহীন  সিদ্ধ  মাছ  ৫০০ গ্রাম , বাটার ১০০ গ্রাম , কাজু  ১ কাপ , পেস্তা  ১ কাপ , নুন , হলুদ  অল্প , কর্নফ্লাওয়ার  ১ কাপ , রিফাইন্ড  তেল  ২০০ গ্রাম , লঙ্কাগুঁড়ো ১/২  চা চামচ  । Butter Fish Fry Recipe In Bengali (বাটার  ফিশ  ফ্রাই) প্রণালী : কাজু  পেস্তা  বেটে  নিন  । এবারে  নুন , হলুদ ,লঙ্কা , পেস্তা ,কাজু , বাটারে  সঙ্গে  কর্নফ্লাওয়ার  বেশ  করে  মিশিয়ে  গ্রেভি  বানান  । ফ্লাইং  প্যানে  তেল  গরম  করুন  । মাছে  নুন -হলুদ  মিশিয়ে  মেখে  ছোট  ছোট  গোলা  গড়ে  নিন  । গ্রেভি  লাগিয়ে  মাঝারি  আঁচে   সোনালী  রং  করে  ভাজুন  । বাটার  ফিশ  ফ্রাই  এইভাবে  তৈরী  করে  নিন  ।